এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০ % সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে ২ বছর পর তার কত টাকা সুদ হবে?
 

A ২৫০   

B ৩৮০  

C ২৮০  

D ৪১০  

Solution

Correct Answer: Option B

২০% সুদে
৭০০ টাকায় ২ বছরের সুদ = (২০×২×৭০০)/১০০ = ২৮০ টাকা

আবার,
১০% সুদে
৫০০ টাকায় ২ বছরের সুদ = (১০×২×৫০০)/১০০ = ১০০ টাকা

তাহলে মোট সুদ = ২৮০ + ১০০ = ৩৮০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions