একজন দোকানদার তিন হালি লেবু ২৫ টাকা দরে ক্রয় করে, প্রতিহালি ২৮ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
A ৭ টাকা
B ১০ টাকা
C ১২ টাকা
D ১৫ টাকা
Solution
Correct Answer: Option C
৩ হালি লেবুর ক্রয়মূল্য ৭৫ টাকা হলে ৪ হালি লেবুর ক্রয়মূল্য ১০০ টাকা
১ হালি লেবুর বিক্রয়মূল্য ২৮ টাকা
অর্থাৎ, ৪ হালি লেবুর বিক্রয়মূল্য ১১২ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = ১১২ - ১০০ = ১২ টাকা