সাধারণ সমস্যা (50 টি প্রশ্ন )
দশক স্থানীয় অংক = x
 একক স্থানীয় অংক = y

সংখ্যাটি = 10x + y
অংক দুটি পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটি = 10y + x
এখন, 
  10y + x = 10x + y - 18
বা, 10y + x - 10x - y = - 18
বা, 9y - 9x = - 18
বা, - 9(x - y) = - 18
বা, x - y = 2 ......................(1)

আবার
x + y = 4..................(2)


(1) + (2) ⇒
x - y + x + y = 2 + 4
বা, 2x = 6
বা, x = 3

(2)⇒
x + y = 4
বা, 3 + y = 4
বা, y = 4 - 3
বা, y = 1

সংখ্যা দুইটি = 31 ও 13
দেওয়া আছে, x = 10

A) x - 2
= 10 - 2
= 8

B) x / 2
= 10 / 2
= 5

C) x + 2
= 10 + 2
= 12

D) 2 - x
= 2 - 10
= -8

এখন, প্রাপ্ত মানগুলো হলো: 8, 5, 12 এবং -8।
এই সংখ্যাগুলোর মধ্যে -8 হলো সর্বনিম্ন বা সবচেয়ে ছোট মান।
সুতরাং, 2 - x রাশিটির মান সর্বনিম্ন।
মনে করি,
বর্তমানে পিতার বয়স = x বৎসর
এবং বর্তমানে পুত্রের বয়স = y বৎসর
প্রথম শর্তানুসারে, x - 20 = 4(y - 20) .........(1)
দ্বিতীয় শর্তানুসারে, x + 4= 2(y + 4) ............(2)

(1) নং হতে পাওয়া যায়,
x = 20 + 4y - 80
বা, x = 4y - 60 ..........(3) 

(3) নং সমীকরণ হতে x-এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাওয়া যায়,
4y - 60 + 4 = 2(y + 4)
বা, 4y - 56 = 2y + 8
বা, 4y - 2y = 56 + 8
বা, 2y = 64
∴ y = 32 

এখন y-এর মান (3) নং সমীকরণে বসিয়ে পাওয়া যায়,
x = 4 × 32 - 60
= 128 - 60
∴ x = 68 

∴ পিতার বর্তমান বয়স 68 বৎসর এবং পুত্রের বর্তমান বয়স 32 বৎসর।

ধরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে,
5x + 3 = 2x + 9
⇒ 5x - 2x = 9 - 3
⇒ 3x = 6
⇒ x = 2

∴ সংখ্যাটি = 2


প্রতি নোটবই = ৫৯ টাকা
১০টি নোটবইয়ের দাম = ১০ × ৫৯ = ৫৯০ টাকা

২টি নোটবই = ৯৯ টাকা
১০টি নোটবই বা ৫ জোড়া বই = ৫ × ৯৯ = ৪৯৫ টাকা

বাঁচানো টাকা = সাধারণ খরচ − শুক্রবারের খরচ
= ৫৯০ - ৪৯৫
= ৯৫
সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ৬০ মিনিট
রেডিওতে বিজ্ঞাপনটি ১৫ মিনিট পর পর প্রচারিত হয়।
সকাল ৮ টায় বিজ্ঞাপনটি ১ম বার
৮.১৬ টায় বিজ্ঞাপনটি ২য় বার
৮.৩২ টায় বিজ্ঞাপনটি ৩য় বার
৮.৪৮ টায় বিজ্ঞাপনটি ৪র্থ বার
৯.০৪ টায় বিজ্ঞাপনটি ৫র্থ বার

∴ সকাল ৮ টা থেকে ৯ টা পর্যন্ত  বিজ্ঞাপনটি ৪ বার প্রচারিত হবে ।

ধরা যাক,
রাজু বলপেন কিনেছে = xটি
রাজু পেনসিল কিনেছে = yটি

তাহলে মোট খরচ হবে:
বলপেনের জন্য = 7x টাকা
পেনসিলের জন্য = 5y টাকা

মোট খরচ = ৩৮ টাকা

সুতরাং, সমীকরণ দাঁড়ায়:
7x+5y=38

এখন সমীকরণটি এমনভাবে সমাধান করতে হবে, যাতে x ও y উভয়ই পূর্ণসংখ্যা হয়।

আমরা কয়েকটি মান দিয়ে চেষ্টা করি:

x = 1 ⇒ 7×1 = 7 ⇒ 5y = 31 ⇒ y = 6.2 (ভগ্নাংশ – বাতিল)
x = 2 ⇒ 7×2 = 14 ⇒ 5y = 24 ⇒ y = 4.8 (ভগ্নাংশ – বাতিল)
x = 3 ⇒ 7×3 = 21 ⇒ 5y = 17 ⇒ y = 3.4 (ভগ্নাংশ – বাতিল)
x = 4 ⇒ 7×4 = 28 ⇒ 5y = 10 ⇒ y = 2 (সঠিক – পূর্ণসংখ্যা)

উত্তর: রাজু ৪টি বলপেন কিনেছিল।


ধরি, ব্যবসায়ী প্রতি প্রকারের x টি করে আম কিনেছে।
প্রথম প্রকারের আমের ক্রয়মূল্য = 15x টাকা
দ্বিতীয় প্রকারের আমের ক্রয়মূল্য = 8x টাকা
মোট ক্রয়মূল্য = 15x + 8x = 23x টাকা
মোট আমের সংখ্যা = x + x = 2x টি
মোট বিক্রয়মূল্য = 2x × 12 = 24x টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = 24x - 23x = x টাকা
প্রশ্ন অনুযায়ী,
লাভ = 80 টাকা
অতএব, x = 80
সুতরাং, মোট আমের সংখ্যা = 2x = 2 × 80 = 160 টি
ধরি, বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a

তাহলে বর্গের ক্ষেত্রফল = a × a = a²

এখন, একপাশ 20% বৃদ্ধি পেলে সেই পাশের দৈর্ঘ্য = a + 20% of a = a + 0.2a = 1.2a

অন্যপাশ x% কমালে সেই পাশের দৈর্ঘ্য = a - x% of a = a - (x/100)a = a(1 - x/100)
এখন,
আগের ক্ষেত্রফল = নতুন ক্ষেত্রফল


অতএব, বর্গের একপাশ 20% বৃদ্ধি করলে অন্যপাশ 16(2/3)% কমালে ক্ষেত্রফল একই থাকবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- একটি স্থানাঙ্ক ব্যবস্থায়, দুটি অক্ষ থাকে: x-অক্ষ এবং y-অক্ষ।
- এই অক্ষ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে এবং চারটি চতুর্ভাগ তৈরি করে।
- প্রথম চতুর্ভাগ: x-অক্ষ এবং y-অক্ষ উভয়ের ধনাত্মক দিকে অবস্থিত।
- দ্বিতীয় চতুর্ভাগ: x-অক্ষের ঋণাত্মক দিকে এবং y-অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত।
- তৃতীয় চতুর্ভাগ: x-অক্ষ এবং y-অক্ষ উভয়ের ঋণাত্মক দিকে অবস্থিত।
- চতুর্থ চতুর্ভাগ: x-অক্ষের ধনাত্মক দিকে এবং y-অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত।
- যেহেতু (-2, -3) বিন্দুতে x-স্থানাঙ্ক (-2) ঋণাত্মক এবং y-স্থানাঙ্ক (-3) ঋণাত্মক, তাই বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
6x2 + x - 2 = 6x2 + 4x - 3x - 2
                  = 2x(3x + 2) - 1(3x + 2)
                  = (3x + 2)(2x - 1)

(6x2 + x - 2)/(2x - 1) = (3x + 2)(2x - 1)/(2x - 1)
                                  = (3x + 2)
5a - 5b + 7c
2a + 7b - 3c
8a + 2b - 3c
15a + 4b + c

নির্ণেয় যোগফল: 15a + 4b + c
শৃগাল ১ মিনিটে যায় ১০০ মি.
কুকুর ১ মিনিটে '' ১০০০/৬ মি.
কুকুর ১ মিনিটে শৃগাল থেকে বেশি দৌড়ায় (১০০০/৬ - ১০০) মি. বা ৪০০/৬ মিটার

কুকুর শৃগালকে ধরবে ৫০০/(৪০০/৬) মিনিট পর
= ৫০০× ৬/৪০০ = ৭.৫ মিনিট পর।
√2 /(√6+2)
= √2/ {√2(√3 + √2)}
= 1 x (√3 - √2)/ (√3 + √2) x (√3 - √2)
= √3 - √2/ (√3)² - (√2)²
= (√3 - √2) / (3 - 2)
= √3 - √2
মনে করা হচ্ছে, ছেলেদের সংখ্যা হলো x এবং মেয়েদের সংখ্যা হলো y।

ছেলেদের শতাংশ = ৬০%

⇒ x / (x + y) = ৬০/১০০

⇒ ১০০x = ৬০x + ৬০y

⇒ ৪০x - ৬০y = ০ ....(১)

৬ জন ছেলে ভর্তি হয়েছে ⇒ ছেলেদের সংখ্যা = (x + ৬)

ছেলেদের শতাংশ = ৭৫%

⇒ (x + ৬) / {(x + ৬) + (y - ৬)} = ৭৫/১০০ [যেহেতু একই সময়ে ৬জন মেয়ে চলে গিয়েছে তাই y - ৬]

⇒ x - ৩y = -২৪ .... (২)

(১) ও (২) সমীকরণ সমাধান করলে, পাই,

x = ২৪, y = ১৬
রায়হানের বাবার দুইটি আয়তাকার চিংড়ি মাছের ঘের A এবং B আছে (পার্শ্বের চিত্র লক্ষ করো)। ঘের B এর দৈর্ঘ্য ঘের A এর দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলের সমান। এখানে ঘের A এর দৈর্ঘ্য ও প্রস্থ দুটিই অজানা রাশি। সুতরাং আমাদের দুটি চলক ব্যবহার করতে হবে। ধরি, ঘের A এর দৈর্ঘ্য x ও প্রস্থ y । তাহলে ঘের B এর দৈর্ঘ্য x + y। অর্থাৎ ঘের B এর দৈর্ঘ্য দুইচলক বিশিষ্ট একটি দ্বিপদী রাশি। এরকম যেসকল দ্বিপদী রাশির দুইটি চলক থাকে তাকে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে
ধরি, প্রথম অঙ্কটি x
       শেষ অঙ্কটি y

হেহেতু মাঝের অঙ্কটি বাকি দুটি অঙ্কের যোগফলের সমান
সুতরাং মাঝের অঙ্কটি হবে x+y

প্রশ্নমতে,
x+ x+y +y= 10
⇒ 2(x+y)= 10
⇒ x+y= 5
∴ মাঝের অঙ্কটি = 5

সুতরাং, সম্ভাব্য সংখ্যাটি হল 253 অথবা 352

এবার আমরা জানি যে সংখ্যাটি অঙ্ক উল্টালে বেড়ে যায়, তাই ছোট সংখ্যাটি(253) উত্তর হবে।

কারণ:
যদি আমরা 352 বিপরীত ক্রমে লেখি, তাহলে আমরা পাই 253। এই নতুন সংখ্যাটি আসল সংখ্যাটির চেয়ে ছোট।
কিন্তু 253 কে বিপরীত ক্রমে লেখলে আমরা পাই 352, যা আসল সংখ্যাটির চেয়ে বড়।
সুতরাং,  সংখ্যাটি হল 253।


ধরি ছোট সংখ্যাটি x হলে বৃহত্তর সংখ্যাটি হবে 15x।

সুতরাং, x * 15x = 9375

⇒ 15x2 = 9375

⇒ x2 = 625

∴ x = 25

ছোট সংখ্যাটি 25 হলে বৃহত্তর সংখ্যাটি হবে 375।

সুতরাং, দুটি সংখ্যার যোগফল = 25 + 375 = 400


মনেকরি, সংখ্যাটি x,
x + 17 = 60 * (1/x)
⇒ x2+17x−60=0'
⇒ (x+20)(x−3)=0
⇒ x=3

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি,
পিতার বয়স = x 
পুত্রের বয়স = y 
x + y = 80 
x = 3y 
 
এখন, 
3y + y = 80 
4y = 80 
y = 20 সুতরাং, পুত্রের বয়স 20 বছর।

দেওয়াআছে,
মূলধন P=২০০০০০ টাকা,
মুনাফার হার r=১২% , সময় n = ৬ মাস বা ১/২ বছর

মুনাফা I =Prn
= ২০০০০০×১২/১০০×১/২
=১২০০০ টাকা

১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন = P(1+r)n =২০০০০০ × (১+৬/১০০)২ টাকা
= ২০০০০০×(১০৬/১০০)×(১০৬/১০০) টাকা
= ২২৪৭২০ টাকা

∴ ১ বছর পর মুনাফা হবে ১২০০০০ টাকা,
১ বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে  ২২৪৭২০ টাকা


m3-n3-m(m2-n2) + n(m-n)2 
= (m−n)(m²+mn+n²)−m(m+n)(m−n)+n(m-n)(m-n)
= (m − n) {(m² + mn+n²)-m(m +n)+n(m−n)}
= (m-n) (m² + mn + n²-m²-mn + mn -n²)
= (m-n) mn

৫/১৬ অংশ কাজ করতে পারে=২৫ দিনে
অতএব ১ বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারে =(২৫ ×১৬)/৫=৮০ দিন
অতিরিক্ত সময় লাগবে=৮০-২৫=৫৫ দিন
এখানে,০.২=০.২; 
√০.০৯=০.৩;
√০.১=০.৩১৬২২৭৭৭;
 ০.২৮=০.২৮

৭ জন লোক ৭ টি টেবিল করে=৭ দিনে
অতএব,১ জন লোক ১ টি টেবিল তৈরি করে=(৭ ×৭ )/৭ দিনে
৫ জন লোক ৫টি টেবিল তৈরি করে =(৭ ×৭ ×৫)/(৭ ×৫)=৭
মনে করি,জাকির জসিমের চেয়ে=ক বছরের বড়
অতএব জসীমের বয়স=জাকির +ক
জসীম ও বশিরের বয়সের সমষ্টি=৫৬ বছর
জাকির-ক+জাকির+ক=৫৬
∴২ জাকির=৫৬ বছর
∴ জাকির=২৮ বছর
ধরি, ছাত্র সংখ্যা x জন,
১ জন ছাত্র দেয় = x টাকা
সুতরাং, x জন ছাত্র দেয় = (x × x) =  x2 টাকা
শর্তমতে,

x2 = ৬৫৬১
x = ৮১
∴ শ্রেনীতে মোট ছাত্র ৮১ জন ছাত্র ছিল।
ধরি, বৃহত্তর সংখ্যাটি x এবং ক্ষুদ্রতর সংখ্যাটি y।

প্রশ্নানুসারে,

x - y = 25 .....(১)

4x = 5y  .....(২)

(২) নং সমীকরণ থেকে পাই,

x = 5y/4

x এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,

5y/4 - y = 25

বা, y/4 = 25

বা, y = 100

y এর মান (২) নং সমীকরণে বসিয়ে পাই,

4x = 5 * 100

বা, 4x = 500

বা, x = 125

অতএব, সংখ্যা দুটি হল 125 এবং 100।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

ধরি, 25 পয়সার মুদ্রা x টি

10 পয়সার মুদ্রা ( 120 - x) টি

প্রশ্নমতে, 25×x + (120 - x) 10 = 27×100

⇒ 25x + 1200 - 10x = 2700

⇒ 15x = 2700 - 1200

∴ x = 1500/15 = 100

অর্থাৎ, 25 পয়সার মুদ্রা 100 টি

এবং, 10 পয়সার মুদ্রা ( 120 - 100) = 20 টি


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0