মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশী?

A লক্ষ্মী ও সরস্বতী

B বিষ্ণু ও শিব

C মনসা ও চন্ডী

D দুর্গা ও কার্তিক

Solution

Correct Answer: Option C

মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা হলো মঙ্গলকাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মনির্ভর বিশেষ এক শ্রেনির আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত। মঙ্গলকাব্য দুই প্রকার- পৌরানিক ও লৌকিক। এর প্রধান শাখা তিনটি। যথা- মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, অন্নদামঙ্গল। মঙ্গলকাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণগান
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনী ইত্যাদি নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল। একে পদ্মাপুরাণ নামেও অভিহিত করা হয়।
- চণ্ডী দেবী শক্তির দেবী হিসেবে পরিচিত, যিনি ভক্তদের রক্ষা করেন এবং শত্রুদের দমন করেন।
- তাঁর মাহাত্ম্যবিষয়ক কাব্য মুকুন্দরাম চক্রবর্তী (কবি কঙ্কণ) রচিত চণ্ডীমঙ্গল। এখানে প্রধানত দেবী চণ্ডীর উপাসনা, তাঁর ভক্তদের কাহিনি এবং দেবীর অলৌকিক ক্ষমতার বর্ণনা রয়েছে।
- আদি কবি - কানাহরি দত্ত;
- শ্রেষ্ঠ কবি হিসাবে বিবেচনা করা হয় - দ্বিজ বংশীদাশকে।
- এই কাব্যের চরিত্রঃ বেহুলা, লক্ষীন্দর, চাঁদ সওদাগর, দেবী মনসা প্রমুখ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions