কে আরাকান রাজসভার কবি?

A দ্বিজ কানাই

B দীনেশচন্দ্র সেন

C শমশের আলী

D ফকীর গরীবুল্লাহ

Solution

Correct Answer: Option C

আরকান রাজসভায় বাংলা সাহিত্য
১. আরাকানের অধিবাসিরা সাধারনভাবে বাংলাদেশে পরিচিত - মগ নামে।
২. আরাকান রাজসভায় প্রথম বাঙ্গালী কবি, আদি কবি ও লৌকিক কাহিনীর আদি রচয়িতার নাম - দৌলত কাজী।
৩. রাজসভার কবিদের মধ্যে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য - দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করীম খন্দকার, শমশের আলী
৪. মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আলাওল রচনা করেন - পদ্মাবতী।
৫. দৌলত কাজীর যে কাব্যটি হিন্দি কবি সাধন এর মৈনাসত কাব্য অবলম্বনে রচনা করেন - সতীময়না ও লোরচন্দানী।
৬. রাজসভার সর্বশ্রেষ্ঠ কবির নাম - আলাওল।
৭. রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী এবং আলাওলের পৃষ্ঠপোষক ছিলেন - কোরেশী মাগন ঠাকুর।
৮. কোরেশী মাগন ঠাকুর রচিত একটি কাব্য গ্রন্থের নাম - চন্দ্রাবতী।
৯. আলাওল যেসব কাব্য রচনা করেন - পদ্মাবতী, হপ্তপয়কর, তোহফা সেকান্দর নামা।
১০. আলাওলের তোহফা যে ধরনের কাব্য - নীতিবাক্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions