Solution
Correct Answer: Option C
সেন বংশ (Sena Dynasty)
- শাসনকাল: ১০৬১ থেকে ১২০৪
- প্রথম রাজার মর্যাদা পান: হেমন্ত সেন
- প্রতিষ্ঠাতা: সামন্ত সেন [কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি]
- সেনদের ধর্ম: হিন্দু
- সেনদের আদিবাস ছিল: দাক্ষিণাত্যের কর্ণাটক
- জাতি হিসেবে: ব্রহ্মক্ষত্রিয় [ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয় হওয়াদের বলা হয়]
- রাজধানী: নদীয়া
- সর্বশেষ রাজা: লক্ষ্মণ সেন
- বিশেষত্ব: সেন বংশের অধীনেই সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকালব্যাপী একক রাজার অধীনে ছিল।