একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 সেমি এবং 12 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option A
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:
ক্ষেত্রফল = ½ × (প্রথম কর্ণ × দ্বিতীয় কর্ণ)
এখানে,
প্রথম কর্ণ = 16 সেমি,
দ্বিতীয় কর্ণ = 12 সেমি।
সুতরাং,
ক্ষেত্রফল = ½ × 16 × 12
= 8 × 12
= 96 বর্গ সেমি।