একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 16 সেমি এবং 12 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
A 96 বর্গ সেমি
B 192 বর্গ সেমি
C 48 বর্গ সেমি
D 120 বর্গ সেমি
Solution
Correct Answer: Option A
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × d1 × d2
এখানে, d1 = 16, d2 = 12
∴ ক্ষেত্রফল = 1/2 × 16 × 12 = 96 বর্গ সেমি।