নব চর্যাপদ কী?

A চর্যাপদের অনুরূপ রচনা

B ঐতরেয় আরণ্যক

C চর্যপাদ

D দোহাকোষ

Solution

Correct Answer: Option A

নব চর্যাপদ
- নব চর্যাপদ হলো চর্যাপদের অনুরূপ সাহিত্য।
- এর রচনাকাল ১৩-১৬ শতক।
- ড. অমিতকুমার বন্দ্যোপাধ্যায় ১৯৮৮ সালে কলকাতা হতে নব চর্যাপদ প্রকাশ করেন।
- ১৯৬০ সালে ড. শশীভূষণ দাস নেপাল হতে এটি আবিষ্কার করেন।
- নব চর্যাপদের পদসংখ্যা ২৫০টি কিন্তু প্রকাশিত হয় ৯৮টি পদ। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions