Solution
Correct Answer: Option A
নব চর্যাপদ
- নব চর্যাপদ হলো চর্যাপদের অনুরূপ সাহিত্য।
- এর রচনাকাল ১৩-১৬ শতক।
- ড. অমিতকুমার বন্দ্যোপাধ্যায় ১৯৮৮ সালে কলকাতা হতে নব চর্যাপদ প্রকাশ করেন।
- ১৯৬০ সালে ড. শশীভূষণ দাস নেপাল হতে এটি আবিষ্কার করেন।
- নব চর্যাপদের পদসংখ্যা ২৫০টি কিন্তু প্রকাশিত হয় ৯৮টি পদ।