Solution
Correct Answer: Option B
- বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল’ (১৮৭৯)।
- এটি পাঁচ খণ্ডে স্তবকময় মাধুর্যপূর্ণ ভাষায় রচিত।
- এ কাব্যে দেখা যায়, শুরুতে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, কবিচিত্তের দ্বন্দ্ব এবং হিমালয়ের উদার প্রকৃতির মধ্যে প্রশান্তি লাভ এবং সবশেষে হিমালয়ের পূর্ণভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র।
- শেলির মতো বিহারীলালও তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রি শিখরে ভাব- সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন।
- বিহারীলাল এর প্রথম প্রকাশিত গ্রন্থ হল ''স্বপ্নদর্শন''(১৮৫৮)।
তার অন্যান্য রচনাবলী:
- ''স্বপ্নদর্শন'' (১৮৫৮),
- ''সঙ্গীত শতক'' (১৮৬২),
- ''বঙ্গসুন্দরী'' (১৮৭০),
- ''নিসর্গসন্দর্শন ''(১৮৭০),
- ''বন্ধুবিয়োগ ''(১৮৭০),
- ''দেবরানী'' (১৮৮২),
- ''বাউলবিংশতি'' (১৮৮৭),
- ''সাধের আসন'' (১৮৮৯),
- '' ধূূমকেতু ''(১৮৯৯) ইত্যাদি।