একজন দোকানদার ১৬টি কলা বিক্রি করে যে লোকসান করলো তা ৪টি কলার বিক্রয়মূল্যের সমান। ঐ দোকানদারের শতকরা কত লোকসান হলো?
Solution
Correct Answer: Option D
মনে করি, প্রতিটি কলার বিক্রয়মূল্য "x" টাকা।
৪টি কলার বিক্রয়মূল্য ৪x টাকা।
দোকানদারের ক্ষতি ৪x টাকা।
১৬টি কলার বিক্রয়মূল্য ১৬x টাকা।
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
ক্রয়মূল্য = ১৬x + ৪x = ২০x টাকা
শতকরা ক্ষতি = (ক্ষতি / ক্রয়মূল্য) * ১০০
= (৪x / ২০x) * ১০০
= (১/৫) * ১০০
= ২০%
সুতরাং, দোকানদারের শতকরা ক্ষতি ২০%।