শতকরা বার্ষিক ৫ টাকা হার মুনাফায় কত টাকা ১২ বছরে সবৃদ্ধিমূল ১২৪৮ টাকা হবে?
Solution
Correct Answer: Option C
আমরা জানি,
S = P(১+nr)
এখানে, P = মুলধন, n = 12 বছর
∴ r = ৫/১০০ = ০.৫
দেওয়া আছে, সর্বৃদ্ধিমূল, S = ১২৪৮ টাকা
প্রশ্নমতে,
১২৪৮ = P(১২×০.০৫)
বা, ১২৪৮ = P(১+০.৬)
বা, P×১.৬ = ১২৪৮
বা, P = ১২৪৮/১.৬
∴ P = ৭৮০ টাকা