নিচের কোনটি অসীম দশমিক ভগ্নাংশ?

A ৭.০৫

B ৮.৪৫৬৭৫৬৭...

C ৩.৪৫

D ৮.২৫৩২৫৭৯১...

Solution

Correct Answer: Option D

দশমিক ভগ্নাংশ তিন প্রকার। যথা-
ক. সসীম দশমিক ভগ্নাংশ (Finite Decimal Fraction): যে দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের ডানদিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে তাকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন- ৩.৪৫, ৭.০৫, ১১.০২ ইত্যাদি।

খ. আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ (Repeated Decimal Fraction): যে দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের ডানদিকের অঙ্কগুলো বা অংশবিশেষ বারবার থাকবে তাকে আবৃত্ত বা পৌনঃপুনিক ভগ্নাংশ বলে। যেমন- ৬.৬৬৬...., ৮.৪৫৬৭৫৬৭..., ১.১১১..., ইত্যাদি।

গ. অসীম দশমিক ভগ্নাংশ (Infinite Decimal Fraction): যে দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের ডানদিকের অঙ্কগুলো সসীম হবে না বা অংশবিশেষ বারবার আসবে না এবং ডানদিকের অঙ্ক শেষ হবে না তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন- ৮.২৫৩২৫৭৯১..., ২.১৩৪০২৭৯৩..., ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions