একটি ঘড়ি ২৫% লাভে বিক্রয় করা হলো। যদি ঘড়িটি আরও ৭৫ টাকা কমে বিক্রয় করা যেত, তাহলে ৫% ক্ষতি হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option B
ধরি, ঘড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা।
২৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + (১০০ এর ২৫%) = ১২৫ টাকা।
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - (১০০ এর ৫%) = ৯৫ টাকা।
বিক্রয়মূল্যের পার্থক্য = ১২৫ - ৯৫ = ৩০ টাকা।
যদি বিক্রয়মূল্যের পার্থক্য ৩০ টাকা হয়, তবে ক্রয়মূল্য ১০০ টাকা।
যদি বিক্রয়মূল্যের পার্থক্য ৭৫ টাকা হয়, তবে ক্রয়মূল্য (১০০/৩০) × ৭৫ = ২৫০ টাকা।
সুতরাং, ঘড়িটির ক্রয়মূল্য ২৫০ টাকা।