Solution
Correct Answer: Option C
বিদ্যাপতি:
- তিনি ছিলেন মৈথিলি ভাষার কবি হলেও তাঁর রচিত প্রেমের গীতি বা পদাবলীতে বাংলা সাহিত্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তাঁর পদাবলীতে রাধা-কৃষ্ণের প্রেম বিষয়ক গীতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- তিনি ছিলেন পঞ্চদশ শতকের কবি।
- তিনি ব্রজবুলি ভাষায় কাব্য রচনা করতেন।
- শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈবসঙ্গীতও রচনা করেন।
তবে বিদ্যাপতির সংস্কৃত ভাষায় কয়েকটি গ্রন্থ হচ্ছেঃ
- কীর্তিলতা,
- পুরুষপরীক্ষা
- গঙ্গাবাক্যাবলী,
- বিভাগসার।