কাজী নজরুল ইসলাম রচিত প্রথম চলচ্চিত্র কাহিনী কোনটি?

A ঝিলিমিলি

B প্রলয়োল্লাস

C বিদ্যাপতি

D বাউন্ডেলের আত্মকাহিনী

Solution

Correct Answer: Option C

কাজী নজরুল ইসলামের সাহিত্যে যা কিছু প্রথম:
• প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম - ব্যথার দান (১৯২২)।
• প্রথম প্রকাশিত রচনা/প্রথম প্রকাশিত গল্প- বাউন্ডেলের আত্মকাহিনী।
• প্রথম প্রকাশিত কবিতা- মুক্তি।
• প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- অগ্নিবীণা(১৯২২)।
• অগ্নিবীণার প্রথম কবিতা - প্রলয়োল্লাস।
• অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা - ১২টি।
• প্রথম প্রবন্ধগ্রন্থ - যুগবাণী (১৯২২)।
• প্রথম প্রকাশিত নাটকের নাম - ঝিলিমিলি।
• প্রথম ছোটদের নাটক- পুতুলের বিয়ে(১৯৩৩)।
• প্রথম কাব্যানুবাদ- রুবাইয়াত-ই- হাফিজ।
• প্রথম চলচ্চিত্র কাহিনী- বিদ্যাপতি।
• প্রথম রেকর্ডকৃত সঙ্গীত- জাতের নামে বজ্জাতি সব।
• প্রথম রেকর্ডকৃত ইসলামী সঙ্গীত- ও মন রমজানের ঐ রোজার শেষে।
• প্রথম বাজেয়াপ্ত গ্রন্থের নাম - বিষের বাঁশি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions