বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
Solution
Correct Answer: Option C
- বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় ১৮০১ সালে অর্থাৎ ১৯ শতকে।
- প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হয় ১৮৬০ সালের দিকে মাইকেল মধুসূদনের আবির্ভাবের মাধ্যমে।
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ তিনটি।
যথা-
১. প্রাচীন যুগ (৬৫০-১২০০ খ্রি.),
২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রি.) ও
৩. আধুনিক যুগ (১৮০১-বর্তমান)।