Solution
Correct Answer: Option B
- অষ্টাবক্র বাগধারাটির অর্থ বা মানে হল কুৎসিত।
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা ও প্রবাদ প্রবচনঃ
♦ আলাভোলা - সাদাসিধে
♦ কূপমণ্ডূক - সীমিত জ্ঞানের মাুষ
♦ কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব ব্যাপার
♦ গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা
♦ বড়োর পিরিত বালির বাঁধ - ভঙ্গুর
♦ কত ধানে কত চাল - টের পাওয়ানো
♦ পায়াভারী - অহংকারী
♦ আমড়া কাঠের ঢেঁকি - অকেজো
♦ তেলও কম ভাজাও মচমচে - অল্প উপকরণে ভাল ব্যবস্থা
♦ ঝাঁকের কই - একই দলের লোক
♦ ঝিকে মেরে বউকে শেখানো - একজনকে বকা দিয়ে অপরকে শিক্ষা দেওয়া
♦ পটল তোলা - মারা যাওয়া
♦ দস্ত-ব-দস্ত - হাতে-হাতে
♦ ডুমুরের ফুল - বিরল বস্তু
♦ লেফাফাদুরস্ত - বাইরের ঠাট বজায় রেখে চলা
♦ গুড়ে বালি - আশায় নৈরাশ্য।