'কাঠকয়লার ছবি' উপন্যাসটি কে লিখেছেন?

A রাজিয়া খান

B সেলিনা হোসেন

C ইমদাদুল হক মিলন

D শওকত আলী

Solution

Correct Answer: Option B

- ‘কাঠকয়লার ছবি’ উপন্যাসটি চা বাগানের শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে বাংলাদেশের প্রখ্যাত নারী ঔপন্যাসিক সেলিনা হোসেন রচনা করেন।
 
তার রচিত অন্যান্য উপন্যাসঃ
- ‘জলোচ্ছ্বাস' (১৯৭২): দক্ষিণ বাংলার মেঘনা, তেঁতুলিয়া, আগুনমুখা, কাজল নদীর কূলে প্রতিকূল প্রকৃতি ও সামাজিক ত অপশক্তির বিরুদ্ধে সংগ্রামশীল মানুষের জীবনধারা এক উপন্যাসের আলেখ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions