Solution
Correct Answer: Option A
দিল্লি সালতানাত
- দিল্লি সালতানাত বলতে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালকে বুঝানো হয়।
- ১২০৬ থেকে ১৫২৬ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতে রাজত্বকারী মুসলিম রাজ্য ও সাম্রাজ্যগুলো দিল্লি সালতানাত নামে অভিহিত। এই সময় বিভিন্ন তুর্কি ও আফগান রাজবংশ দিল্লি শাসন করে।
- এই রাজ্য ও সাম্রাজ্যগুলো হলো: মামলুক সুলতান (১২০৬-৯০), খিলজি রাজবংশ (১২৯০-১৩২০), তুঘলক রাজবংশ (১৩২০-১৪১৩), সৈয়দ রাজবংশ (১৪১৩-৫১) এবং লোদি রাজবংশ (১৪৫১-১৫২৬)।
- মুহাম্মদ ঘুরির প্রাক্তন তুর্কি মামলুক দাস কুতুবুদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রথম সুলতান এবং ইব্রাহিম লোদী সর্বশেষ সুলতান ছিলেন।
- সাম্রাজ্যের ভিত মজবুত করেন: আকবরের অভিভাবক বৈরাম খাঁ
- বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা: আকবর
- সমগ্র বাংলা দখলকারী মুঘল সম্রাট: জাহাঙ্গীর (১৬০৮)
- সাম্রাজ্যের বেশি বিস্তার করেন: আওরঙ্গজেব
- সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন: আকবর ও আওরঙ্গজেব (দুজনেই ৪৯ বছর করে)
- মুসলিম শাসক ছিলেন না: আকবর ও জাহাঙ্গীর। তাঁরা 'দীন-ই-ইলাহী' ধর্মের অনুসারী ছিলেন।
- দুর্বল শাসক: ফররুখসিয়ার
- আধিপত্য পুন: প্রতিষ্ঠার চেষ্টা করেন: দ্বিতীয় শাহ্ আলম
- পলাশীর যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন: দ্বিতীয় আলমগীর
- সর্বশেষ সম্রাট: আবু জাফর সিরাজউদ্দিন মুহাম্মদ বাহাদুর শাহ্