সকাল ২.১৫ মিনিটে ঘণ্টার কাঁটার ও মিনিটের কাঁটা মধ্যবর্তী উৎপন্ন কোণের মান কত?
Solution
Correct Answer: Option D
ঘণ্টার কাঁটার ও মিনিটের কাঁটা মধ্যবর্তী উৎপন্ন কোণের মান = |(৬০ x ঘণ্টা - ১১ x মিনিট) / ২|
এখানে, ঘণ্টা = ২ এবং মিনিট = ১৫।
সুতরাং, কোণের মান = |(৬০ x ২ - ১১ x ১৫) / ২|
= |(১২০ - ১৬৫) / ২|
= |(-৪৫) / ২|
= ২২.৫ ডিগ্রি।
সুতরাং, সকাল ২.১৫ মিনিটে ঘণ্টার কাঁটার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান ২২.৫ ডিগ্রি।