'সকলের মঙ্গল হোক'- বাক্যটি-

A ঘটমান বর্তমান

B ঘটমান ভবিষ্যৎ

C সাধারণ বর্তমান

D অনুজ্ঞা বর্তমান

Solution

Correct Answer: Option D

যখন কাউকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা হয় অথবা কিছু ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা হয়, তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয়।
যেমন: আমার প্রণাম নিও, তোমার ভালো হোক ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions