২৫, ২৯, ৫৯, ২৭, ২৯,৬৯, ২৫, ১৯, ২৭, ২৯ সংখ্যাগুলোতে প্রচুরক কত?
Solution
Correct Answer: Option C
প্রদত্ত উপাত্তগুলো হলো: ২৫, ২৯, ৫৯, ২৭, ৬৯, ২৫, ১৯, ২৭, ২৯
উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই:
১৯, ২৫, ২৫, ২৭, ২৭, ২৯, ২৯,২৯, ৫৯, ৬৯
এখানে,
২৫ সংখ্যাটি আছে ২ বার
২৭ সংখ্যাটি আছে ২ বার
২৯ সংখ্যাটি আছে ৩ বার
১৯, ৫৯, ৬৯ সংখ্যাগুলো আছে ১ বার করে
আমরা জানি, কোনো উপাত্তে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকে, তাকে উপাত্তের প্রচুরক বলে।
পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে, এখানে ২৯ সংখ্যা সর্বাধিক ৩ বার করে আছে।
সুতরাং, নির্ণেয় প্রচুরক = ২৯
শর্টকাট টেকনিক:
সাধারণত প্রচুরক বের করার সময় সংখ্যাগুলো গুনতে হয়।
২৫ $\rightarrow$ ২টা
২৯ $\rightarrow$ ৩টা
২৭ $\rightarrow$ ২টা
বাকিরা ১টা করে।
সবচেয়ে বেশি বার যারা আছে তারাই উত্তর।