নিচের কোন পুরুষবাচক শব্দে আইন-প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়?

A ঠাকুর

B কাঙাল

C কুমার

D ভিখারী

Solution

Correct Answer: Option A

পুরুষবাচক শব্দের সঙ্গে কতকগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এগুলো হলো:
১. ঈ-প্রত্যয়: বেঙ্গমা-বেঙ্গমী, ভাগনা/ভাগনে-ভাগনী।
২. নী-প্রত্যয়: কামার-কামারনী, কুমার-কুমারনী, মজুর-মজুরনী।
৩. আনী-প্রত্যয়: ঠাকুর-ঠাকুরানী, নাপিত-নাপিতানী, মেথর-মেথরানী, চাকর-চাকরানী।
৪. ইনি-প্রত্যয়: কাঙাল-কাঙালিনি, গোয়ালা-গোয়ালিনি, বাঘ-বাঘিনি।
৫. উন-প্রত্যয়: ঠাকুর-ঠাকরুন/ঠাকুরানী।
৬. আইন-প্রত্যয়: ঠাকুর-ঠাকুরাইন
৭. পুরুষবাচক শব্দের শেষে ঈ থাকলে স্ত্রীবাচক শব্দে নী হয় এবং পূর্বের ঈ 'ই' হয়।
যেমন: ভিখারী-ভিখারিনী, গুণী-গুণিনী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions