একটি আয়তাকার বাক্সে কিছু বই রাখা হয়েছে। বাক্সটির দৈর্ঘ্য 40 সেমি, প্রস্থ 30 সেমি এবং উচ্চতা 20 সেমি। প্রতিটি বইয়ের আয়তন 600 ঘন সেমি। বাক্সটিতে সর্বোচ্চ কতটি বই রাখা যাবে?
A 40টি
B 45টি
C 50টি
D 60টি
Solution
Correct Answer: Option A
বাক্সের আয়তন = 40 × 30 × 20 = 24,000 ঘন সেমি
প্রতি বইয়ের আয়তন = 600 ঘন সেমি
সর্বোচ্চ বইয়ের সংখ্যা = 24,000 ÷ 600 = 40টি
∴ বাক্সটিতে সর্বোচ্চ 40টি বই রাখা যাবে।