একটি দ্রব্য ২১০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
Solution
Correct Answer: Option C
ক্রয়মূল্য = (২১০ + ৪০) টাকা = ২৫০ টাকা
২৫০ টাকায় ক্ষতি হয় ৪০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় (৪০/২৫০) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় (৪০/২৫০) × ১০০ টাকা = ১৬ টাকা
∴ ক্ষতির শতকরা হার ১৬%