২১ টি চকলেটের ক্রয়মূল্য ৭ টি চকলেটের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত?
Solution
Correct Answer: Option D
মনে করি ,
২১ টি কমলার ক্রয়মূল্য = ৭ টি কমলার বিক্রয়মূল্য = x টাকা
অতএব , ১ টি চকলেটের ক্রয়মূল্য = x /২১ টাকা
এবং ১ টি চকলেটের বিক্রয়মূল্য = x/৭ টাকা
তাহলে লাভ = x/৭ - x /২১
= (৩x-x)/২১
= ২x/২১
∴ শতকরা লাভ = (২x/২১)/(x/২১) × ১০০%
= (২x/২১)×(২১/x )×১০০%
= ২০০%