কাজী নজরুল ইসলাম তাঁর 'চক্রবাক' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন?
Solution
Correct Answer: Option B
চট্টগ্রামে অবস্থানকালে লেখা অধিকাংশ কবিতা 'কাজী নজরুল ইসলামের 'চক্রবাক' কাব্যগ্রন্থে স্থান পায়। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। এটি তিনি উৎসর্গ করেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমান ঢাকা কলেজ) এর অধ্যক্ষ সুরেন্দ্রনাথ মৈত্রকে।
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- ফনীমনসা,
- জিঞ্জির,
- প্রলয় শিখা,
- সন্ধ্যা,
- সর্বহারা,
- সঞ্চিতা,
- সন্ধ্যা,
- প্রলয়শিখা ইত্যাদি।