'বঙ্গবাণী' কবিতাটি আবদুল হাকিমের কোন কাব্যের অন্তর্গত ?
Solution
Correct Answer: Option B
বঙ্গবাণী কবিতাটি আবদুল হাকিমের রচিত। আবদুল হাকিম [১৬২০]খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ।
- তিনি মধ্যযুগের অন্যতম প্রধান কবি ।
- নূরনামা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ।
- তিনি[ ১৬৯০] সালে মৃত্যুবরন করেন।
তাঁর কাব্যগুলো হলো:
- ইউসুফ জোলেখা,
- দুররে মজলিশ,
- বঙ্গবাণী,
- লালমোতি সয়ফুলমুলুক,
- নূরনামা,
- হানি-ফার লড়াই,