একজন লোক কোন দেয়াল থেকে কমপক্ষে কত দূরে দাড়ালে নিজের কথার প্রতিধ্বনি শুনতে পারে?
Solution
Correct Answer: Option B
শব্দ কোন প্রতিফলকের প্রতিফলিত হয় মূল শব্দ থেকে পৃথক ভাবে শ্রোতার কানে এসে পৌঁছালো প্রতিফলিত শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়। শব্দের প্রতিফলনের জন্য প্রতিধ্বনি সৃষ্টি হয়। তাই শব্দের প্রতিধ্বনি উৎপন্ন হওয়ার জন্য বড় কোন প্রতিফলক যেমন পাহাড় উঁচু নদীর পাড় ইত্যাদি দরকার হয়।
উৎস থেকে উৎপন্ন শব্দটি প্রতিফলিত হয়ে উৎসের কাছে ফিরে আসে, সুতরাং কোন শব্দের প্রতিধ্বনি স্পষ্ট করে শুনতে হলে প্রতিফলক এবং উৎসের দূরত্ব কমপক্ষে 112/2 = 56 ফুট বা 33.2/2 = 16.6 মিটার হওয়া দরকার।