দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অঙ্কের দিগুন। সংখ্যাটি অংকদ্বয়ের সমষ্টির কত গুন?

A ৩ গুন

B ৫ গুন

C ৬ গুন

D ৭ গুন

Solution

Correct Answer: Option D

একক স্থানীয় অঙ্ক=x
দশক স্থানীয় অঙ্ক=2x
সংখ্যাটি =x+10×2x=21x
অংকদ্বয়ের সমষ্টি x+2x=3x
∴ 21x/3x=7

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions