দুটি সংখ্যার অন্তর ১২, বড়টির সঙ্গে ১ যোগ করলে ছোটটির দিগুন হয়। সংখ্যা দুটি কি কি?

 

A ৩৫,২৩

B ২০,৮

C ৩০,১৮

D ২৫,১৩

Solution

Correct Answer: Option D

ধরা যাক , একটি সংখ্যা ক
এবং অপর সংখ্যা = খ
শর্ত মতে,
ক-খ = ১২
বা, ক = ১২+খ

আবার,
ক+১=২খ
বা, ১২+খ+১ =২খ 
বা, খ=১৩

তাহলে, ক =১২+১৩ =২৫  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions