স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে বলা হয় -
Solution
Correct Answer: Option A
- স্নায়ুতন্ত্রের (Nervous system) গঠনগত (structural) ও কার্যকরী (functional) একক হলো নিউরন (Neuron)।
নিউরন কী:
- নিউরন হলো এক ধরনের স্নায়ুকোষ (nerve cell), যা তড়িৎ-রাসায়নিক সংকেত (electrochemical impulses) বহন করে শরীরের এক অংশ থেকে অন্য অংশে তথ্য আদান-প্রদান করে।
নিউরনের প্রধান তিনটি অংশ:
• সেল বডি (Cell body / Cyton) – কোষের কেন্দ্রীয় অংশ, যেখানে নিউক্লিয়াস থাকে।
• ডেনড্রাইট (Dendrites) – তথ্য গ্রহণ করে।
• অ্যাক্সন (Axon) – তথ্য অন্য কোষে পাঠায়।
নিউরনের মাধ্যমেই শরীরের অনুভূতি, চিন্তা, প্রতিক্রিয়া ও নড়াচড়া নিয়ন্ত্রণ হয়।