দুইটি সংখ্যার গুণফল ৪২ এবং বিয়োগফল ১ হলে সংখ্যা দুটি কত?

A    ৪, ৩

B    ৭, ৬

C    ৮, ৬

D    ১০,৮

Solution

Correct Answer: Option B

 

   

 ধরা যাক , একটি সংখ্যা = ক

               অপর সংখ্যা =খ ১ম শর্ত মতে , ক-খ = ১............(১)

২য় শর্ত মতে , ক Xখ =  ৪২

তাহলে , (ক+খ)২=(ক-খ)২+ ৪ক Xখ = (১)২+৪ X ৪২ = ১৬৯

         ক+খ = ১৩ .........(২) ১+২ করে পাই , ২ক=১৪                 ক = ৭ থলে , খ = ৪২/৭ =৬  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions