দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৩। সংখ্যা দুটি কত?

A    ৫২,৭০

B    ২৬,৭৫

C    ২৫,২৬

D    ২৫,৭৭

Solution

Correct Answer: Option D

 

 

ধরা যাক , একটি সংখ্যা = ক

               অপর সংখ্যা =খ শর্ত মতে ,

ক/২ +খ/২=৫১ বা,ক+খ =১০২ ..................(১) আবার , (ক-খ)/৪=১৩ বা, ক-খ =৫২.........(২) ১+২ করে পাই ২ক=১৫৪   বা , ক =৭৭

তাহলে , খ=১০২-৭৭=৫৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions