কাব্যে যখন সাধারণ বক্তব্যের আড়ালে গভীর অর্থ প্রকাশ পায়, সে অলংকারকে বলে-
A ন্যায়মূলক
B গূঢ়ার্থপ্রতীমূলক
C শৃঙ্খলামূলক
D সাদৃশ্যমূলক
Solution
Correct Answer: Option B
কাব্যে যখন সাধারণ বক্তব্যের আড়ালে গভীর অর্থ প্রকাশ পায়, তাকে গূঢ়ার্থপ্রতীমূলক অলংকার বলে।
যেমন- 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ/ কোন গুণ নেই তার কপালে আগুন।' এখানে আপাত দৃষ্টিতে নিন্দা বুঝালেও প্রকৃতপক্ষে শিবের প্রশংসা করা হয়েছে।