যদি C = {x : x ৩ এর গুণিতক এবং x ≤ 12} হয়, তবে P(C) এর সদস্য সংখ্যা কত?

A ১২

B ১৫

C ১৬

D ২১

Solution

Correct Answer: Option C

১২ অথবা ১২ এর চেয়ে ছোট ৩ এর গুণিতকগুলো হলো: ৩, ৬, ৯, ১২।
সুতরাং, C = {৩, ৬, ৯, ১২}।
C সেটের উপাদান সংখ্যা ৪।
P(C) হলো C সেটের শক্তি সেট, যা C সেটের সকল উপসেটের সেট।
যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয়, তবে তার শক্তি সেটের সদস্য সংখ্যা ২ⁿ।
এখানে, n = ৪, তাই P(C) এর সদস্য সংখ্যা ২⁴ = ১৬।
সুতরাং, P(C) এর সদস্য সংখ্যা ১৬।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions