দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর ৪৭।

A ২১ এবং ৩২

B ২২ এবং ২৩

C ২৩ এবং ২৪

D ২৪ এবং ২৫

Solution

Correct Answer: Option C

মনে করি ,
         একটি সংখ্যা x
এবং অপর সংখ্যাটি x+১

শর্তমতে ,
         (x+১)²-x²=৪৭
     বা,x²+২x+১-x²=৪৭
     বা,২x=৪৭-১
     বা,২x=৪৬
         x =২৩

অতএব একটি সংখ্যা =২৩
এবং অপর সংখ্যাটি ২৩ +১ =২৪

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions