মুক্তিযুদ্ধভিত্তিক রচনা 'বীরশ্রেষ্ঠ' কার রচনা?
Solution
Correct Answer: Option B
জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।
তাঁর রচিত শিশু সাহিত্যঃ
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি,
- বিদায় দে মা ঘুরে আসি।
অনুবাদ গ্রন্থঃ
- জাগ্রত ধরিত্রী,
- তেপান্তরের ছোট্ট শহর,
- নদীর তীরে ফুলের মেলা।
মুক্তিযুদ্ধভিত্তিক রচনাঃ
- বীরশ্রেষ্ঠ,
- বুকের ভিতরে আগুন,
- একাত্তরের দিনগুলি।
অন্যান্য গ্রন্থ- অন্য জীবন, জীবন মৃত্যু, শেক্সপীয়রের ট্রাজেডি, নি সঙ্গ পাইন, নাটকের অবসান, দুই মেরু, প্রবাসের দিনগুলি, ক্যান্সারের সঙ্গে বসবাস, বাংলা উচ্চারণ অভিধান (যৌথভাবে সম্পাদিত) ইত্যাদি।