Solution
Correct Answer: Option C
জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশী কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক। তাঁর আসল নাম ছিল মোহাম্মদ জহিরুল্লাহ। একুশের গল্প জহির রায়হান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক একটি গল্প। বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র 'সঙ্গম' তিনি নির্মাণ করেন।
তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- শেষ বিকেলের মেয়ে (প্রথম উপন্যাস),
- বরফ গলা নদী,
- একুশে ফেব্রুয়ারি,
- আর কতদিন,
- কয়েকটি মৃত,
- তৃষ্ণা।
• তাঁর বিখ্যাত চলচ্চিত্রঃ
- জীবন থেকে নেওয়া (বায়ান্নর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র),
- কখনো আসেনি (প্রথম পরিচালিত চলচ্চিত্র),
- কাঁচের দেয়াল,
- সোনার কাজল,
- আনোয়ারা,
- বাহানা
- বেহুলা ইত্যাদি।
• সূর্যগ্রহণ তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ।