চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

A ১০৯৯৯

B ৮৯৯৯

C ১০০৯

D ১৯৯৯

Solution

Correct Answer: Option B

চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ৪টি ৯ নিয়ে গঠিত।
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ১ এর পর ৩টি ০ নিয়ে গঠিত।
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০
নির্ণেয় পার্থক্য = (৯৯৯৯ - ১০০০)
                           = ৮৯৯৯

শর্টকাট টেকনিক:
যেকোনো নির্দিষ্ট অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করার জন্য ওই অংকের বৃহত্তম সংখ্যার প্রথম অংকটি ১ কমিয়ে বাকিগুলো ৯ রেখে দিলেই উত্তর পাওয়া যায়।
যেমন: ৯৯৯৯ এর প্রথম ৯ কমিয়ে ৮ বসালে হয় ৮৯৯৯।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions