৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত?

A ১০৯৯৯৯

B ৮৯৯৯৯

C ১০০০০৯

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
সুতরাং, ৫ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল
= ৯৯৯৯৯ + ১০০০০
= ১০৯৯৯৯

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
বৃহত্তম সংখ্যার প্রতিটি অঙ্ক ৯ হয়। ক্ষুদ্রতম সংখ্যার প্রথম অঙ্ক ১ এবং বাকিগুলো ০ হয়।
তাই, বৃহত্তম সংখ্যার সাথে ১ যোগ করলে বাম পাশের ৯ এর সাথে ১ যোগ হয়ে ১০ হয় এবং বাকি ৯ গুলো বসে যায়।
যেমন: ৯...৯ + ১...০ = ১০৯...৯
অর্থাৎ, ৯৯৯৯৯ + ১০০০০ = ১০৯৯৯৯

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions