৬ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

A ৮৮৮৮৮৯

B ৮৯৯৯৯৯

C ৯৮৮৮৮৮

D ৯৯৯৮৮৮

Solution

Correct Answer: Option B

আমরা জানি,
৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯৯
৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০০
সুতরাং, সংখ্যা দুইটির পার্থক্য
= ৯৯৯৯৯৯ - ১০০০০০
= ৮৯৯৯৯৯

শর্টকাট টেকনিক:
যেকোনো 'n' অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করার নিয়ম হলো:
প্রথমে একটি ৮ লিখবেন এবং তার পরে (n-1) সংখ্যক ৯ বসাবেন।
এখানে ৬ অঙ্কের কথা বলা হয়েছে।
সুতরাং, প্রথমে একটি ৮ বসবে।
বাকি অঙ্ক হবে (৬ - ১) = ৫টি ৯
অর্থাৎ, উত্তর: ৮৯৯৯৯৯

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions