তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুন; সংখ্যা তিনটির গড় কত?

A    ৪

B    ৫

C    ৩

D    ৬

Solution

Correct Answer: Option A

ধরি, তিনটি ক্রমিক সংখাঃ x, x+১, x+২

শর্তমতে, x(x+১)(x+২)=৫(x+x+১+x+২)

        বা, x৩+৩x২-১৩x-১৫=০

          বা, x=৩

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions