কোন সংখ্যার ০.১ পৌনোপৌনিক ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?

A ১০

B

C ৯০

D ১০০

Solution

Correct Answer: Option C

ধরি, সংখ্যাটি x.

এখানে, 

০.১ পৌনোপৌনিক = ১/৯

এবং ০.১ = ১/১০

প্রশ্নমতে,

x/৯-x/১০ = ১

বা, (১০x-৯x)/৯০=১

বা, x = ৯০

সুতরাং, সংখ্যাটি ৯০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions