৪০ সংখ্যাটি a হতে ১১ কম।গানিতিক আকারে প্রকাশ করলে কি হবে?

A a+১১=৪০

B a+৪০=১১

C a=৪০+১১

D a=৪০+১

Solution

Correct Answer: Option C

প্রশ্নানুসারে,
৪০ সংখ্যাটি a হতে ১১ কম।
অর্থাৎ, যদি আমরা a থেকে ১১ বিয়োগ করি, তাহলে বিয়োগফল হবে ৪০।

শর্তমতে সমীকরণটি দাঁড়ায়,
a - ১১ = ৪০
বা, a = ৪০ + ১১ [পক্ষান্তর করে]
সুতরাং, নির্ণেয় গাণিতিক আকারটি হলো: a = ৪০ + ১১

বিকল্প সমাধান (শর্টকাট):
প্রশ্নে বলা হয়েছে ৪০ সংখ্যাটি a থেকে ১১ কম। এর মানে হলো a সংখ্যাটি ৪০ এর চেয়ে ১১ বেশি।
অতএব, সরাসরি লেখা যায়,
a = ৪০ + ১১

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions