দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি।সংখ্যাটি উহার অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুন অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

A    ৪৭

B    ৩৬

C    ২৫

D    ১৪  

Solution

Correct Answer: Option C

এই অঙ্কের সহজ উপায় হল উত্তরের অপশন গুলো দেখা। 

এখানে দুইটি শর্ত আছে। প্রথম শর্ত সবগুলো অপশনে সঠিক।

দ্বিতীয় শর্ত শুধু মাত্র ২৫ এর জন্যে প্রযোজ্য।

-------------------------------

দশক স্থানীয় অংক ক

একক স্থানীয় অংক ক+৩

সংখ্যাটি = ১০ক + ক+৩ = ১১ক +৩

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions