Solution
Correct Answer: Option D
প্রশ্নানুসারে,
(৩০ ÷ ১/২) + ১০
= (৩০ × ২/১) + ১০ [ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিবর্তন করলে পরবর্তী ভগ্নাংশটি উল্টে যায়]
= (৩০ × ২) + ১০
= ৬০ + ১০
= ৭০
বিকল্প শর্টকাট টেকনিক:
কোনো সংখ্যাকে হাফ (০.৫) বা অর্ধেক দ্বারা ভাগ করা মানে হলো ঐ সংখ্যাটিকে দ্বিগুণ করা।
∴ ৩০ কে অর্ধেক (১/২) দ্বারা ভাগ করলে হবে (৩০ × ২) = ৬০।
এখন এর সাথে ১০ যোগ করলে হবে (৬০ + ১০) = ৭০।