কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

 

A ৭৩০

B ৭৩৫

C ৮০০

D ৭৮০

Solution

Correct Answer: Option B

ধরি, সংখ্যাটি =x

শর্তমতে, (x-৬৫০)=(৮২০-x)

বা, ২x=৮২০+৬৫০

বা, x=১৪৭০/২

বা, x= ৭৩৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions