Solution
Correct Answer: Option C
ধারাটির প্রথম পদ (a) = 7
ধারাটির সাধারণ অন্তর (d) = দ্বিতীয় পদ - প্রথম পদ = 12 - 7 = 5
আমাদের এই ধারার 25 তম পদ (n = 25) নির্ণয় করতে হবে।
সমান্তর ধারার nতম পদ = a + (n - 1)d
এখানে,
a = 7
n = 25
d = 5
সুতরাং, 25 তম পদ = 7 + (25 - 1) × 5
= 7 + (24) × 5
= 7 + 120
= 127
অতএব, ধারাটির 25 তম পদের মান 127।