ময়মনসিংহ শহরে মে মাসে 15 দিন বৃষ্টি হয়েছে। তাহলে 25 মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত?
Solution
Correct Answer: Option C
বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা = ১৫ দিন
মে মাসের মোট দিন সংখ্যা = ৩১ দিন
সুতরাং, ২৫শে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = (মে মাসে বৃষ্টি হওয়ার দিনের সংখ্যা) / (মে মাসের মোট দিন সংখ্যা)
= ১৫ / ৩১
অতএব, ২৫শে মে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৫/৩১।